ভালুকায় চলমান তীব্র শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন।
রাতে আলো হয়ে দাঁড়ালেন এক সরকারি কর্মকর্তা—এ কথা এখন ভালুকার মানুষের মুখে মুখে।
গত কয়েকদিন ধরে কোনো প্রচার-প্রচারণা কিংবা আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি রাতের আঁধারে বেরিয়ে পড়ছেন অসহায় মানুষের খোঁজে। বাসস্ট্যান্ড, ফুটপাত, রাস্তার পাশে কিংবা প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ কুঁড়েঘর—যেখানেই শীতের কষ্টে মানুষ কাঁপছে, সেখানেই পৌঁছে যাচ্ছে তার সহায়তার হাত। শীত নিবারণের সামান্য উপকরণ হিসেবে একটি কম্বল হলেও, তা যেন অসহায় মানুষের কাছে হয়ে উঠছে বেঁচে থাকার অবলম্বন।
এছাড়াও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করছেন। গভীর রাতে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করা মানুষদের পাশে দাঁড়িয়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দিচ্ছেন এই কর্মকর্তা—যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, আমার যতটুকু সামর্থ্য আছে, তার মধ্য থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এই শীতে যদি তাদের একটু উষ্ণতা দিতে পারি, সেটাই আমার প্রাপ্তি।
এসআর
মন্তব্য করুন: