আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩
(গলাচিপা–দশমিনা) আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় প্রায় ১৫ লাখ ৮৫ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় প্রায় ৪ লাখ ৫৪ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, নুরের মোট সম্পদের মূল্য প্রায় ৮৯ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে প্রায় ২৮ লাখ ৩৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চিত অর্থ প্রায় ২ লাখ ৮৯ হাজার টাকা এবং শেয়ার বিনিয়োগ রয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
ওয়ারিশ সূত্রে পাওয়া আমানতের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৫৫ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া তার নামে প্রায় ৮২ ডেসিমাল কৃষিজমি রয়েছে, যার অর্জনমূল্য প্রায় ৬২ হাজার টাকা। তার ওপর দেনা হিসেবে উল্লেখ রয়েছে প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা।
হলফনামায় আরও জানানো হয়, তার স্ত্রী মারিয়া আক্তার পেশায় একজন শিক্ষক। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ প্রায় ৩০ হাজার টাকা এবং ব্যাংকে সঞ্চয় রয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
আইনি তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন এবং কিছুতে তিনি অভিযুক্ত। তবে এর আগে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
পারিবারিক তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, নুরুল হক নুরের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পাশাপাশি তার বাবা-মা ও ভাই-বোন তার ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসআর
মন্তব্য করুন: