[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

নিয়ন্ত্রণ হারানো বালুবাহী ট্রাক বাজারে ঢুকে পড়ে, প্রাণ গেল চারজনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ১১:১৮ এএম

সংগৃহীত ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাজারে থাকা মানুষের ওপর পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের কিশোর সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের মুনকার প্রামাণিক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগরের সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর এলাকার ইসলাম উদ্দিন (৬০)। আহত ব্যক্তি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের রায়হান আলী (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ওই এলাকায় কলার হাট বসেছিল। সকালবেলা ঘন কুয়াশার কারণে নাটোরমুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বাজারের ভেতরে ঢুকে যায় এবং উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়েন।
ঘটনার পর একজন নিহতের মরদেহ স্বজনরা নিজ উদ্যোগে বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায় এবং মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করে।
পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সারওয়ার হোসেন জানান, ট্রাকটি সড়ক ছেড়ে ব্যস্ত বাজার এলাকায় ঢুকে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। তিনি বলেন, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে রাজশাহী ও নাটোরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর