[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

ডামুড্যায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন

শরীয়তপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ৩:২৪ এএম

আহত ব্যাবসায়ী খোকন চন্দ্র দাস (৪০)

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম খোকন চন্দ্র দাস (৪০)। তিনি তিলই এলাকার বাসিন্দা এবং পরেশ চন্দ্র দাসের ছেলে। খোকন চন্দ্র দাস ডামুড্যা উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের ফার্মেসির মালিক।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন খোকন চন্দ্র দাস। পথে তিলই এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।

এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরে পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়।
আগুনের তীব্রতা থেকে বাঁচতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর