[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৬:৫৩ পিএম

বছরের শেষ সূর্যাস্ত উপভোগে কক্সবাজারে ভ্রমণপিপাসুদের ভিড়


বছরের শেষ দিনে সূর্যাস্ত দেখার আনন্দে পর্যটকে মুখর হয়ে ওঠে দেশের জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার। ৩১ ডিসেম্বর বুধবার সকাল থেকেই লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকত এলাকায় মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে দেশজুড়ে থেকে আসা অসংখ্য দর্শনার্থী প্রকৃতির অপূর্ব দৃশ্য উপভোগ করেন।
অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, আবার স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ক্যামেরাবন্দিও করেন শেষ বিকেলের আলো। রাজশাহী থেকে পরিবার নিয়ে আসা এক পর্যটক জানান, প্রিয় এই সৈকতে এসে বছরের শেষ দিনটি কাটাতে পেরে তারা দারুণ আনন্দ পেয়েছেন এবং নতুন বছরের জন্য দেশের কল্যাণ কামনা করেছেন।
গত কয়েক বছর ধরেই ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে বড় কোনো উন্মুক্ত আয়োজন হচ্ছে না। চলতি বছরও রাষ্ট্রীয় শোকের কারণে তারকা মানের হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠান বাতিল রাখা হয়েছে।
তবে আয়োজন না থাকলেও পর্যটকের আগমন থেমে নেই। শহরের হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলো প্রায় পূর্ণ রয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, বড়দিনের ছুটি ও নববর্ষ উপলক্ষে চলতি সপ্তাহে প্রায় ছয় লক্ষ মানুষের আগমন ঘটেছে।
হোটেল মালিক সমিতির এক নেতা জানান, মৌসুমের শুরুতে পর্যটক কিছুটা কম থাকলেও বছরের শেষ সময়ে প্রত্যাশার চেয়েও ভালো সাড়া মিলেছে।
এদিকে থার্টি-ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। সৈকতে আতশবাজি ও পটকা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি উন্মুক্ত স্থানে কনসার্ট বা সাংস্কৃতিক আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ের জন্য বার ও মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্তও কার্যকর রয়েছে।
পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর