[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৭:৪৬ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে

সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে নিরাপত্তাজনিত কারণে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মধ্যরাত থেকেই কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে, ফলে নৌপথে চলাচলে বিঘ্ন ঘটে। কুয়াশা ঘন হয়ে গেলে চ্যানেলের বিকন বাতি ও দিকনির্দেশক চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল না। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে শেষ পর্যন্ত ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। কুয়াশার মাত্রা কমে এলে পুনরায় চলাচল শুরু করা হবে। বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় পাঁচটি ফেরি নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর