[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান : হাদি হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৩:১০ পিএম

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি অব্যাহত


শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুরের পর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বিক্ষোভকারীরা এর আগেই শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের কাছাকাছি তারা সড়কে বসে পড়ে যান, ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
অবরোধ চলাকালে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দালালির বিরুদ্ধে ও ন্যায়বিচারের পক্ষে বক্তব্য দেন।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইনকিলাব মঞ্চ টানা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেছেন। আন্দোলনকে আরও বিস্তৃত করতে সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতেও অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার এবং সোমবার শাহবাগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর