ঢাকায় কুয়াশা ও শীতের প্রভাব আরও কিছুদিন থাকতে পারে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।
সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশি। আগের দিনের তুলনায় তাপমাত্রা খুব বেশি ওঠানামা করেনি। সন্ধ্যার দিকে সূর্যাস্ত হবে প্রায় সাড়ে পাঁচটার দিকে।
এসআর
মন্তব্য করুন: