[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ওসমান হাদির বোন জামাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ৬:২০ পিএম

ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ শহীদ শরিফ ওসমান হাদি

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান শুরু হয়।
অবরোধের ফলে ঢাকা–বরিশাল রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি, এতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা মহাসড়কের ওপরেই মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শহীদ ওসমান হাদির বোন জামাতা আমির হোসেন।
তিনি বলেন, পরিবারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হাদির মতামত ছাড়া নেওয়া হতো না। আজ তাকে হারিয়ে পরিবারটি গভীর শূন্যতায় ভুগছে। তিনি স্পষ্ট করে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
আমির হোসেন আরও বলেন, হাদির মৃত্যুর খবরে সারা দেশের মানুষ শোকাহত হয়েছে। এ সময় তিনি আন্দোলনে সংহতি প্রকাশকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর