ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রোববার
রোববার (আজ) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতুর প্রবেশমুখে মহাসড়ক অবরোধ করা হয়। এতে চট্টগ্রাম–কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
নগরীর শাহ আমানত সেতু এলাকায় ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। এ সময় তারা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিকেল ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পুলিশ মহাসড়কের মইজ্জারটেক এলাকায় অবস্থান নিয়েছে। যান চলাচল বন্ধ থাকায় হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেককে হেঁটে শাহ আমানত সেতু পার হতে দেখা গেছে।
বান্দরবান থেকে চট্টগ্রাম আসছিলেন রফিক ইসলাম নামের এক যাত্রী। মইজ্জারটেক এলাকায় তাকে বাস থেকে নামতে হয়। তিনি বলেন, ‘আমাকে রেলস্টেশনে যেতে হবে। কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় পুরো পথ হেঁটে যেতে হচ্ছে।’
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার জানান, শাহ আমানত সেতু এলাকায় মহাসড়ক অবরোধের কারণে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে
এসআর
মন্তব্য করুন: